শুনছি যেন কোথা থেকে
শান্তি মোদের বলছে ডেকে ।
আমায় তোরা নিয়ে যারে
আয়রে আমার কাছে আয় ।
আয়রে আমার দামাল ছেলে
আয়রে আমার কামাল ভাই ।
দূরে সরে থাকব কত
তোদের কাছেই যেতে চাই ।
আয়রে আমার কেষ্ট রাখাল
আয়রে আমার খ্রিষ্ট ছানা ।
অন্ধকারের আগল ভেঙে
আমায় তোরা নিয়ে যানা ।
শান্তি তুমি কোথায় আছ
কোন সে গভীর অন্ধকারে?
তোমায় মোরা কবে থেকে
চাই যে পেতে আপন করে ।
কেমন করে ধীরে ধীরে
চলে গেলে মোদের ছেড়ে ।
মোদের ছেড়ে একা তুমি
কেমন করে থাকতে পারো ?
জানিনা কোন অপরাধে
এমন করে দূরে থাকো ।
দূরে আমি নেই তো কই
তোদের আমি কাছেই রই ।
ভালো করে খুঁজলে আমায়
খুঁজে পাবি মনের বাসায় ।
চাইলে তোরা তোদের সাথে
থাকব আমি দিবস রাতে ।
থাকব আমি তোদের মাঝে
কথা দিলাম আজ ।
বন্ধ করে হানা হানি
ভাইয়ে ভাইয়ে টানাটানি ।
পড়িস যদি তোরা আজি
সম্প্রীতির-ই সাজ ।