তোমার সাথে হঠাৎ সেদিন দেখা
জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির কাছে।
আগেও তুমি ব্যস্ত ছিলে ভীষণ
আজও তোমার একটু তাড়া আছে।
অনেক দিনের পরে হোল দেখা
না হয় একটু কফি হাউসেই বসি।
মুচকি হেসে বললে তুমি
আধ ঘণ্টার হবে নাকো বেশি।
দু-কাপ কফি আর কাটলেট
মুখো্মুখি অনেক কথাই হোল।
খানিক বাদে বললে তুমি হেসে
এবার তুমি একটা কবিতা বলো।
আমি বললাম কবিতা শুনবে
শোনাই তবে ‘বাঁশি’ রবি ঠাকুরের।
তুমি বললে তোমার লেখা
যে কোন একটা মনখারাপের।
বলতে গিয়ে তোমার চোখে জল
হাত বাড়াতেই চেনা সে অভিনয়।
কি যেন একটা পড়ল চোখে!
উঠি তবে ঝড় উঠবে এবার বোধহয়।
তখনও সেই একলা ছিলে
আজও সেই একলা হয়ে বাঁচো।
মনখারাপের কবিতা লিখতে গিয়ে
পুড়েছি কত পেলে না তার আঁচও।