নেলপলিশ পরা আঙুলের ফাঁকে জ্বলতে থাকা
সিগারেটের ধোঁয়ায় বয়ে যায় শহরের বিকেল ।
রঙিন জলে ভেসে যায় শহরের বৃষ্টির সন্ধ্যা ।
অনেক কিছু অদেখা, দেখা হয়ে যায় নন্দন চত্বরে ।
আধখোলা শরীরের উল্কি, উন্মুক্ত বক্ষ বিভাজিকা,
পায়ে পায়ে হেঁটে চলে নবজাগরণের দূত,
আর এক পাগল কবিতার বই ফিরি করে ।
এখানে অভাবের ছেঁড়া জামা নয় ফ্যাশনের ফাটা জিন্স ।
এখানে অনাবৃত কাঁধে আলপনা আঁকা , এখানে গামছাও অলঙ্কার হয়ে ওঠে
এ যেন কলকাতার মধ্যে অন্য আর এক কলকাতা ।
এই শহরের বৃষ্টিস্নাত দিনে কেউ ফিরে পেতে চায় পুরনো প্রেম,
কেউ খুঁজে নিতে চায় ধরবার মত একখানা হাত , আর কেউ
হারিয়ে যাওয়া সম্পর্কের ভিড়ে খুঁজে ফেরে মনের মানুষ ।
ঠিক তখনি কারা যেন গান গায় , বেঁচে থাকার গান , নন্দন চত্বরে
ডুক্কি তে গীটারে অনাহুত কবির কবিতায় ভরে যায় রবিবারের আড্ডা ।