গরিব আজো গরিব আছে
ঘরে নেইকো বাতি।
হায় গরিবের নেতা তোর তো
রঙিন সকল রাতি।
গরিবরা সব মরছে ধুঁকে
নেইকো পেটে ভাত।
নেতা খাচ্ছেন কোপ্তা কাবাব
জামায় হাতির দাঁত।
পাউরুটি টা করলে চুরি
কঠিন সাজা ভারী।
কোটি টাকার চোরে দেয়
নীরবে বিদেশ পারি।
গরিব দরদি নেতা হাঁটেন
ভোটের আগে পথে।
ভোট ফুরালে এ সি ঘরে
থাকেন দিবস রাতে।
সর্বহারার নেতারা আবার
বিমান ছাড়া চড়েন না!
লক্ষ টাকার কোটটা মোটে
বেশি দামী পরেন-না।
নোট বন্দিতে মরছে মানুস
নেতাও দাঁড়ান লাইনে।
ই টাঁকাতেই খরিদ্দারই
আসছে নাকি আইনে!
দ পড়তে দাঁত ভেঙে যায়
কিনবে তারা অ্যামাজনে।
নুন আনতে পান্তা ফুরায়
করবে বাজার মুঠোফোনে?
ব্যাঙ্কে রাখা জমানো টাকা
এক ফোনেই নিচ্ছে লুটি।
বলুন দেখি মন্ত্রী মশাই
কোথায় তার সিকিউরিটি?
সর্ব-হারার মন্ত্রী মশাই
আপনার কি হারিয়েছে?
লাজ খুইয়ে পথের মাঝে
আপনার কে দাঁড়িয়েছে?
ধর্ষণ নাকি দুর্ঘটনা!
ঘটল নাকি তোমার সাথে?
বাড়াবাড়ি করেনা যেন
চ্যানেল গুলো দিনে রাতে।