লিখতে আজ ইচ্ছে হল
ভিড়ব বলে কবির দলে।
বললে কবি আসতে পারো
আটশ হাজার কবিতা হলে।
আশি খানাই লিখতে আমার
পড়বে দাঁত খান কুড়ি।
বাস্তবে নয় স্বপ্নে আমি
আশি হাজারও লিখতে পারি।
দরকার নেই কবি হয়ে
আমার লেখা তুমিই পড়ো।
তোমার ভাল লাগলে পরে
গোলাপ হয়ে বুকে ঝরো।
নাইবা আমার কাব্য হল
নাইবা হল কবি হওয়া।
তোমার প্রেমের পরশ পেলেই
সেটাই আমার নোবেল পাওয়া।