তোমায় আমি ভিজিয়ে যদি দিই ,
বলনা গো রাগ করবে খুব?
স্নানের পরে তোমার দুলের থেকে
জল পড়ার শব্দ  হবে টুপ ।

অলক  তোমার নামবে চিবুক বেয়ে
খোলা পিঠে চাইব দিতে চুমো ।
তোমায় নিয়ে লিখব আকাশ জুড়ে
কাড়বে তুমি আমার রাতের ঘুমও।

জ্যোৎস্না রাতে হাতটা ধরে তোমার
হাঁটব দুজন হাজরা রোড ধরে ।
কখন যেন ভোরের আলো তোমার
তিল-টা ছোঁবে একটু আদর করে।

সত্যি বলো আমায় পাশে নেবে ?
না হয় আমি খুবই সাদা-মাটা ।
আদর দিয়ে ভরিয়ে দেবো তোমায়
নাইবা দিলাম সোনার মাথার কাঁটা ।

আমি তোমায় সাজিয়ে দিতে চাই,
হবো তোমার ওষ্ঠ রাঙানিয়া ।
সাজবে তুমি রাই কিশোরীর মত?
কৃষ্ণ প্রেমে রাঙ্গিয়ে নিয়ে হিয়া ।

নাইবা দিলাম সোনার কাঁকন জোড়া
কানপাশা আর গলার হেঁসো হার ,
আমার বাহু গলার মালা হবে
আর কাব্য আমার নুপুরের ঝংকার ।