আজ একটি লাল গোলাপ কাঁটা ছাড়িয়ে
ঝাউপাতার সাথে তবকে মুড়িয়ে তোমায় দিলাম।
না মানালি কাঁটা ছাড়া গোলাপ হয়না।
জীবনে সবকটা দিন এমন সুন্দর হবেনা,
তখন ও কি তুমি আমায় বলবে ‘আই লাভ ইউ’?
গোলাপের সুবাস চলে যাবে,
পাতা গুলোও ঝরে তার সৌন্দর্য হারাবে
আমিও একদিন......।
তখন ও কি তুমি আমায় এমন কোমল স্পর্শে
আগলে রাখবে?
প্রমিস ডে তে এই প্রমিস করেছ কি- টেডি ডে, হাগ ডে,
চকলেট ডে পেরিয়ে,হার্ট টেস্ট ডে, ব্লাড টেস্ট ডে তে
এভাবেই পাশে থাকবে।
ফোকলা দাঁতে কিস ডে টা থাকবে তো মানালি?