ই-বার দুগগা পুজার দিনে।
মাগো ই-বার দুগগা পুজার দিনে,
পারিস যদি একটা জামা আনিসগো মা কিনে।
ছিলাটা মোর জারে ধোঁকে
মাগো প্যাটেও লাই ভাত,
দিনু কবরেজ দেয়না ওষুধ
ভাগায় মারে লাথ।
বাবুর বাড়ি হাত পাতেছি
বাবু দেনা দুটা ট্যাকা,
বলে বুধনার মাকে পাঠাইস রেতে
তখন যাবে দেখা।
মিঠাইও লাই ফুল ও লাই
বুইলছি চখের জলে।
ছিলাটাক ফিরাস যেন
দুঃখী মায়ের কোলে।
আর একটা বিনতি করি
আমরা ছুট জাত
তাই বলে কি বাবুরা সব
ইজ্জতে দিবে হাত।
দেখিস মাগো তুর হাতে তো
হরেক রকম অসতর,
হাতটা যেন ছুইতে লারে
বিটি ছিলার বসতর।