ধর্ষিতা হয় ২৮ দিনের শিশু
ধর্ষিতা হয় ২৮ শে পা নারী ,
ধর্ষক দের কণ্ঠ বলছে জোরে
২৮ টাকে উল্টে দিলেও পারি ।
ধর্ষিতা নয়তো কেবল নারী
ধর্ষিত হয় মধুর সম্পর্কেরা ,
আসে পাশের সবাইকে হয় ভয়
ধর্ষক তো ঘুরছে লাগাম ছাড়া ।
ধর্ষিতা হয় পাগলি কোনও মেয়ে
ধর্ষিতা হয় পুলিশ কর্মচারী ,
ধর্ষক তো থাকে না গায়ে লেখা
বাবা ও মেয়ের ইজ্জত নেয় কাড়ি ।
ফাঁসি তো হয় অনেক ধনঞ্জয়ের
অনেক আজও বন্দি কারাগারে ,
কিন্তু কেন এমন আদিমতা
কোন সে উপায় তাদের থামাতে পারে ।
একটি মেয়ে কাঁদছে ঘরের কোনে
একটি মেয়ে হচ্ছে আত্মঘাতী ,
বুদ্ধি জীবীরা চুলকাচ্ছে দাড়ি
পথের ধারে নীরব মোমবাতি ।
মানুষ এবার একটু উঠুক জ্বলে
মোমবাতি আর নয়তো পথের ধারে,
আওয়াজ তোল আওয়াজ তোল
একটি মেয়ের বুক ফাটে চিৎকারে