আমায় জানি কেউ চেনেনা
তোমার খ্যাতি বিশ্বজোড়া।
আমার জন্য কেবল তুড়ি
তোমার জন্য ফুলের তোড়া।
আমার জন্য একশ টাকা
খরচ জানি অনেক বেশি।
তোমার জন্য লুটিয়ে যায়
লক্ষ, হাজার, ফুটিয়ে হাসি।
আমার খবর যায়না দেখা
পেপারে কি টিভির স্ক্রিনে।
লাশ টা আমার চিনবেনা কেউ
গালের ওপর আঁচিল বিনে।
আমার নামে জৌলুস নেই
তোমার নামে জলসা মাতে।
আমার হাতে কলম ধরা
পুরষ্কার টা তোমার হাতে।