একটা দিন চিন্তাহীন
শুধুই স্ফূর্তি প্রাণ,
একটা দিন তোমায় আমায়
শুধু হাসি আর গান।
একটা দিন শুধু দুজনায়
শুধুই দুজন মিলে,
সাগরে আকাশে মিশে যাই যদি
শুধু নীল আর নীলে ।
একটা দিন বাঁধন ছাড়া
মুক্ত পাখির মত ,
উড়ে যাই যদি তেপান্তরে
বলতো কেমন হত ।
একটা দিন নির্জনতায়
আসতে যদি কাছে ,
নাই থাকত বিভেদ যদি
তোমার আমার মাঝে ।