মোদের গরব মোদের আশা
আমার ভাষা বাংলা ভাষা
আমার প্রাণে জাগে
বাংলার গান বাংলার ঘ্রান
মনের টান আকুল প্রাণ
মায়ের পরশ লাগে।
বাংলায় বোলে বাংলার তালে
আবার ফিরব বাংলার কোলে
এমনি মনের আশ
মায়ের ভাষা দুঃখ নাশা
ভোলাবে যাদের এমন আশা
হোক তাদের সর্বনাশ।