ভারত বাংলা আমরাই,
বাঙাল ঘটি আমরাই,
ইলিশ চিংড়ি আমরাই,
পোস্ত কচু আমরাই ,
ফুলিয়া ঢাকাই আমরাই,
ইস্টবেঙ্গল মোহনবাগান আমরাই,
পদ্মা গঙ্গা আমরাই ,
ইছামতির কোলাকুলি আমরাই ।
মোদের ভাষা বাংলাই।।