সুনামির মত হঠাৎ আমার জীবন থেকে
তোমায় কেঊ নিয়ে গেল ।
প্রকৃতির কাছে হার মানার মতই নিউটনের
তৃতীয় সূত্রের প্রয়োগ না করেই হার মেনেছি দুজনে ।
তোমার অনুপস্থিতি আমায় বেশী করে
তোমার উপস্থিতির কথা মনে করিয়ে দিচ্ছে ।
মনে পড়ে যাচ্ছে সেই সব মুহূর্ত
যখন শুধু তুমি আর আমি একাত্ম ।
মনে পড়ছে সেই নির্দিষ্ট দূরত্বে তোমায় আমায় সারাটা ক্ষণ
হেঁটে বেড়ানো, আর মাঝে মাঝে তোমার গালে ঠোঁটের
আলতো স্পর্শ ।
তুমি বললেও ভুলতে পারিনা
তোমায় জড়িয়ে আদর করার ক্ষণ ।
আমার হাতের ছোঁয়ায় যেমন ভাবে তুমি
শিহরিত হতে , তোমার শিহরণ আজ আমায় অস্থির করে তুলছে ।
জানিনা আমার জীবনে তোমায় আর
আগের মত করে পাব কিনা !
মনে পড়ছে অনেক কথাই, মনে থেকে যাবে অনেক কিছুই,
বদলে যাবে তুমি হয়ত বা আমিও ।
অবিনশ্বর আত্মার মত হয়তো আমার
শরীরে ঢুকে পড়তে পারো ....।
আশা শেষ হয়নি ।
আশা শেষ হয়না।