মাথার ভেতর যা ছিল তা
যাচ্ছে কেমন গুলিয়ে ,
আমায় যেন কেউ দিয়েছে
উল্টো করে ঝুলিয়ে ।
কড়ার ভেতর তেল পটকা
খুন্তি দিয়ে নাড়ালে,
চচ্চড়িটা যেমন লাগে
পুঁই মিটুলি ছড়ালে ।
তেমনি আমার মাথার ঘিলু
ওলট পালট হয়েছে ,
পাকা কোন রাঁধুনি যেন
রাঁধতে কিছু বসেছে ।
তাই ভাবছি এক ভাবনা
কেন যে স্থির থাকছে না,
মাথার ভেতর ভাবছি যেটা
পেনের ডগায় আসছেনা ।
তাই বলে কি এমনিভাবে
আমায় যাবে থামানো ,
যতই আমার গোলাও মাথা
লিখেই যাব তখনো ।
উল্টো পাল্টা হাব্জি গুব্জি
কথার প্যাঁচে পেঁচিয়ে,
ভ্যাবাচ্যাকা খাইয়ে দেব
পেনের খোঁচায় খুঁচিয়ে ।
উদর পিণ্ডি বুদর ঘাড়ে
কেমন দেব চাপিয়ে ,
লিখব আমি এমন লেখা
চোখটা যাবে টেড়িয়ে ।
চোখটা তোমার ছানাবড়া
ভাবছ আমি বলছি কি!
এটাই আমার নতুন লেখা
সাপ, ব্যাঙ আর টিকটিকি ।