বাস্তব ট্রেন চেপে সফর করছি আমি ।
মূল্যবোধ , সংস্কৃতি, ভালবাসা, সহানুভূতি
একের পর এক স্টেশন গুলো –
পিছনে ফেলে দ্রুত ছুটে চলেছে আগামীর দিকে ।
এগিয়ে আসছে নতুন নতুন স্টেশন –
স্বার্থপরতা,রাজনৈতিক সংঘর্ষ ,মানবতার অবক্ষয়
নামক জরাজীর্ণ রুক্ষ স্টেশন গুলো ।
মনে হয় অতীত স্টেশন গুলোই ভালো ছিল ।
তার সেই ধীর গতি বর্তমান থাকলে
হয়তো এত শীঘ্র এসে পৌঁছাতাম না
বর্তমানের এই সব স্টেশনে ।
কি জানি কোথায় থাম বে এই ট্রেন
শেষ স্টেশন এর নাম কি?