কবিতা লিখতে পারছিনা তাই অনেক দিন কবিতার আসরে কবিতা দিতে পারছিনা। আজ আলোচনা সভায় একটি লেখা পরে আমার একটি প্রস্তাব পেশ করছি।
অনেক ওয়েব সাইট আছে যারা কবিতা বা গল্প আগে মান বিচার করে তার পর পোস্ট করেন, কিন্তু এখানে আমরা খুবই স্বাধীনতা ভোগ করি। যে কেউ একটি আইডি বানিয়ে তার লেখা পোস্ট করতে পারি। এতি খুবই উৎসাহ মূলক এবং এর জন্য আমি এডমিন মহাশয় কে আন্তরিক ধন্যবাদ জানাই। আমার প্রস্তাব যেমন চলছে তার সাথে
যদি একটা বিচারক মণ্ডলী তৈরি হয় এবং তারা প্রতিদিনের কবিতার মধ্য থেকে সেরা দশ টি কবিতা বেছে নেন এবং সেই কবিতা গুলো কে আলাদা মার্ক করে দেওয়া হয়। তাহলে ভাল কবিতা গুলো পড়ে কিছু শিখতে পারা যাবে আর যারা আমার মত হয়তো কবি তারা আর একটু ভাল লেখার চেষ্টা করতে পারবে।
অনেক কবিতার মধ্যে থেকে আমরা কিছু বাছাই করা কবিতা পাব যেগুলো সত্যি আমাদের উপযোগী হয়ে উঠবে।
মন্তব্য দেখে কবিতার বিচার করা ঠিক নয় অনেক কবিতা আছে তার মান ভাল না হলেও অনেক মন্তব্য আসে। আবার অনেক ভালো কবিতায় মন্তব্যের সংখ্যা অনেক কম। প্রতি দিন একশ কবিতা জমা পরে সব কটি পড়ার সময় ও থাকে না। যদি কবিতার বিচারক মণ্ডলী থাকেন এবং তারা কবিতা গুলি বাছাই করে দেন তবে আমার মনে হয় যারা লেখেন তাদের লেখার উৎকর্ষতা বাড়বে। বাছায়ের সাথে কবিতা সম্পর্কে বিচারকের নিজস্ব কোন মন্তব্য থাকলে সেটিও যোগ করে দিলে ভালো হয়। এই মন্তব্য মারকিং করা কবিতা গুলো ছাড়া অন্য কবিতাতেও করা যেতে পারে।