দুর্গা পুজোয় মেগাস্টারের
খেতাব নিল জিতে
পথশিশু রা এবার পুজোয়
কাটল তাদের ফিতে ।
আজকে একটু অচেনা দিন
নতুন জামা গায়ে,
বড় বড় ক্যামেরা সব
ঘুরছে ডাইনে বাঁয়ে ।
আরও আছে আসে পাশে
নাম জাদা সব লোক,
ফ্ল্যাশে ফ্ল্যাশে ঝলসে ওঠে
বিস্মিত সব চোখ ।
আজকে কত আদর করে
তাদের এনে ডেকে ,
ময়লা সব চেহারা গুলো
কাপড় জামায় ঢেকে ।
দিচ্ছে তুলে তাদের হাতে
মাংস বিরিয়ানি ,
কালকে হয়তো ভাত পাবে না
জুটবে শুধু পানি ।
নিষ্পাপ সেই শিশুরা তবু
এদের ফাঁদে পড়ে ,
রাত পোহালেই আবার পথে
চিনবেনা কেউ তারে ।
Celebrity ভীষণ Pretty
Self ই নিচ্ছে তুলে ,
জানলা দিয়ে হাত বাড়ালে
তাকায় না সে ভুলে ।
হঠাৎ দেখি সেই কর্তা
দিচ্ছে ভীষণ গাল ,
যাদের পুজোয় পথশিশুরা
ফিতে কেটেছে কাল ।
যা দূর হ এখান থেকে
খাবারে দিস নজর,
আবার যদি আইসক্রিম চাস
মারব গালে চড় ।
সকল বিশ্বে ভিন্ন দৃশ্যে ,
হচ্ছে মন ব্যাকুল ।
একটি ছেলে আইসক্রিম খায়
একটি চোষে আঙুল ।
তবুও শুধুই মেগাস্টারে র
খেতাব নিতে জিতে ,
পথ শিশুর ময়লা আঙুল
কাটছে পুজোর ফিতে ।