সিনেমা হলের খোপ গুলো থেকে
আলো বেড়িয়ে সামনের পর্দায় পরছে
আর ছবি গুলো কেমন জীবন্ত হয়ে উঠছে ।
ছোট বেলায় কত বিস্মিত হয়ে ঐ খোপ গুলোর
দিকে চেয়ে দেখেছি ।
তারপর আলো নিয়ে পড়াশুনা করেছি কিন্তু
অন্ধকার জীবনে আলো দিতে পারিনি ।
কত চলচ্ছবি থেমে গেছে ! কত অন্ধকার
ঘিরে ধরেছে আজকের ক্যানভাসে ।
কত অলিতে গলিতে নিয়ন আলো
জীবন কে আলোকিত করতে পারেনি ।
এগিয়ে যেতে যেতে কত পিছিয়ে গেছি কে জানে ?
জীবনের দৌড়ে সামনের দড়িটা হাতছানি দেয় ।
পিছন ফিরে আর দেখা হয়নি সেই আলোর খোপ ।
পিছন ফিরে আর দেখা হবেনা সেই অন্ধকার গলি,
চোখ ধাঁধানো আলোর রশ্মি দেখতে দেয়না
পেছনের অন্ধকার স্থির ছবিটাকে ।