এক যুগ হয়েন গেলক
গতর খাট্যাঁয় মু-র,
বাবু বল্যেন ভালবাসা
মুটেও নাইকো তু-র।
খালি বলিস মাইনা বাড়াও
জানিস টাকার দাম ?
পাঁচ বছর আগেই না তুর
মাইনা বঢ়ালম।
সে বচ্ছর তুর বৌকে
টেনাও দিলম একখান,
ভাবলম তু কাম কইরবি
বাইরবে যাতে মান।
হ গ বাবু ঠিক বলিস
কাম কি মু করি।
গায়ের থিক্যা ঘাম গুলা মোর
এমনি পড়ে ঝরি।
সকাল বেলায় কামে আসি
বাড়ি ফিরতে সাঁঝ ।
গোটা টেনা নাইক বৌয়ের
ঢাইকবে লিজের লাজ।
তুর কাছে যা টাকা পাই
পান্তা জুটাই শ্যাস।
ছিলা আমার জ্বরে ধোঁকে
দেখছি বইসে বেশ ।
লিজেকেই মু গাল দিই
কেমনতর বাপ,
দেইকছি বসে বুকার মুতো
দেইনা কেনে ঝাঁপ ।
তু বাবুরা শুধুই ভাবিস
মুদের যা দিস ঢের,
কম পইরছ্যে তুদের তবু
আছে টাকার পেঢ়।
তবুও মোরা গরীব লই
মোদের বড় মন।
এটাই হল মু-দের কাছে
লি ধন্যার ধন ।