আজকে একটু অন্য রকম ভোর
সকাল থেকে শুধুই ব্যস্ততা ।
লক্ষ্মী গণেশ যাচ্ছে ঝুড়ি করে
মেটে সিঁদুর মাখছে লাল খাতা ।
মিষ্টি গুলো যাচ্ছে যেন উড়ে
বাঙালিআনার আজকে বাড়াবাড়ি ।
ব্যাঁ ডাকটা উটছে ঘন ঘন
ইলিশ চিংড়ির পাল্লা ভীষণ ভারী ।
পাঞ্জাবীটার হয় যে ভীষণ রাগ
কবার ই বা চড়াই গায়ে তাকে ।
প্রভাতফেরীর এসেছে যখন ডাক
তার অভিমান ঘোচাই এই ফাঁকে ।
একটু ছড়া একটু গান
বাঙালির এই উৎসবেরই সাথি ।
আজকে এল পয়লা বৈশাখ
আসুন সবাই আনন্দেতে মাতি ।