মাঝে মাঝে মনে হয়
দূরের কোনও গ্রহে চলে যাব ।
সেই টিক টিক করে ঘড়ির কাঁটার সাথে
জীবন কে নিয়ে আর ভালো লাগে না ।
জীবনের ঘড়ি নয়, ঘড়িটাই জীবন হয়ে
নিঃশ্বাসে টিক টিক করে ।
আমার জীবনটা কেউ কিনে নিতে চায়
দশটা পাঁচটা সময়ের দামে ।
রোবটের মত মনে হয় নিজেকে ।
ঠিক তাই হত নাই যদি থাকত হৃদয় ।
হয়তো কাউকে কষ্ট দিই নিজের অজান্তে
শোনাতে কবিতা। হয়ত জিভটাই দায়ী ।
কত মস্করা উড়িয়ে দিই কবিতার জন্য ।
আমি কোনও কেউকেটা নই, সমাজের নগণ্য জীব।
শরীর সর্বস্ব পশুদের মত যশহীন , অর্থহীন , লক্ষ্যহীন জীবন্ত লাশ ।
মিথ্যার মোড়ক দেওয়া মোসাহেবি বাক্যবাগীশ হইনি কক্ষনও ।
তার দাম দিতে হয় বারে বারে ।
কোনও এক দশ বাই দশ ঘরে লেখা হয়
আমাদের আগামী দিন ।
অনেক দিন তো হল , পেট তবু শোনে নাতো কথা ।
মন বলে আর নয় আর নয়।
জীবনের আরও কত বাকি ! কত আলোকবর্ষ দূরে
নতুন গ্রহের ঠিকানা ।
যাওয়া যাবে দশটা পাঁচটা জীবনের শেষে ,
তিন চার আলোকবর্ষ ক্যাসুয়াল লিভে ।