পলাশ রাঙা ফাগুন মাসে
আবার এল হোলি ।
রঙে রঙে রঙিন হবে
আজকে ওলি গলি ।
কচি কাঁচা সবাই মিলে
ভরবে বেলুন রঙিন জলে ।
নবীন প্রবীণ আবির খেলায়
মাতবে দলে দলে ।
দোলের দিনে শুধুই ভাব
নয়তো মোটে আড়ি ।
প্রিয় র দেওয়া রঙিন জলে
ভিজবে প্রিয়ার শাড়ি ,
এমন রঙিন খুশির দিনে
এ কোন বজ্জাতে ।
কোমল প্রানের রক্ত নিয়ে
হোলির খেলায় মাতে।
কোন সে পিশাচ রক্তচোষা
মৃত্যুর ফাঁদ পাতে ।
কিসের নেশায় তারা এমন
খুনের খেলায় মাতে ।
যাদের হাতে গ্রেনেড বোমা
মানুষ মারার কল ।
এক নিমেষে বইয়ে দেয়
রক্ত গঙ্গা জল ।
ধরা যায় সিক্ত হয়ে
কতই শিশুর খুনে ।
হোলির রঙ লাল শুধু নয়
জাগাবে কে তার মনে ।
ঘৃণার এমন কালো রঙ
কে দিল তার বুকে ।
ধর্ম নিয়ে এমন খেলা
যাক না এবার চুকে ।
ফাগের খেলায় মাতো ভাই
থামাও রক্ত হোলি ।
বাইবেল বা কোরান , গীতা
কেউ চায় না বলি ।
ফুলের হোলি প্রেমের হোলি
রক্ত দিয়ে নয় ।
গুলাল দিয়ে যাক না ধুয়ে
হিংসা , গ্লানি , ভয় ।