ওপার বাঙলায় থাকিনা ভাই
এপারে মোর ঘর ।
কিন্তু আমার মায়ের ভাষা
বাংলা বরাবর ।
তাইত হেথায় একুশ এলে
ব্যাকুল হয় মন ।
রফিক,সালা্ম,বরকত, জব্বার
ভাবি সারাক্ষণ ।
রফিক, সালাম নাম শুনেছি
এর বেশি না জানি ।
ভাষার জন্য দিয়েছে বলি
নিজের জীবন খানি ।
আমরা শুধুই মুখেই করি
বাংলা ভাষার গরব ।
একুশ তো নয় আমার দেশে
বিশাল কোনও পরব ।
বাংলা ভাষায় মাকে ডাকি
বাংলায় গান করি ।
একুশ প্রাণে থাকুক জেগে
সারা বছর ধরি ।
তবেই হবে সার্থক সেই
ভাইয়ের বলিদান ।
বাংলা ভাষা হবে যবে
বাঙালিরই প্রাণ ।