আমি এক জ্বলন্ত সিগারেট
ধুঁকছি তো ধুঁকছিই
ধোঁয়া শুধু ছাড়ছিই
তবু আমি বুঝছিনা কিছু ।
জ্বলছি তো জ্বলছিই
পথ হেঁটে চলছিই
কই আমি পাচ্ছিনা কিছু ।
আমি এক জ্বলন্ত সিগারেট
কখনও বা সুখটান
কখনও বা মৃদুটান
কখনও বা ছাইচাপা থাকছি ।
বুকেতে অনেক জ্বালা
হাসিমুখ তবু খোলা
সবাইকে কিছু দিতে চাইছি ।
আমি এক জ্বলন্ত সিগারেট
সুখ হোক দুখ হোক
হোক যত টেনশন
আমাকেই সাথে নিয়ে মাতো
আমি নিজে ক্ষয়েযাই
সুখ শুধু দিয়েযাই
তবু আমি শেষে গিয়ে তেতো।
আমি এক জ্বলন্ত সিগারেট
প্রিয়া হাত ছেড়ে দেয়
আমি থাকি সাথে
তক্ষনি জ্বালাও যে আমাকে ।
তবু মাঝে ছেড়ে যাও
তাতে যদি সুখ পাও
বাঁধতে কি পারব তোমাকে ?
আমি এক জ্বলন্ত সিগারেট
মোরে কেউ বোঝোনাত
কিছুক্ষণ ধরে রাখো
তারপর দাও পথে ফেলে ।
লোকেতে মাড়িয়ে যায়
আমি কাঁদি হায় হায়
তুমি শুধু হাসো অবহেলে ।
আমি এক জ্বলন্ত সিগারেট
আমি শুধু জ্বলবই
পায়ে পরে ডলবই
দুঃখ তো পাবেনা কো জানি।
তবু যদি কাছে ডাকো
ভালবেসে ধরে রাখো
দিয়ে যাব মোর সবখানি ।