বয়স আমার পেড়িয়ে গেছে কবে আঠারো ।
তবুও আমি এখনও হলাম নাত বড় ।
এখন আমি পথ চলিনা ধরে মায়ের শাড়ি,
এখন আমি টিঁভি দেখতে যাইনা পাশের বাড়ি ।
মা আমাকে আর বলেনা অনু বই পড় ।
তবুও আমি এখনও হলাম না বড় ।
পড়াশুনা শেষ করেছি পাশ করেছি বি-কম ।
বয়স টা আছে আমার এখনও কি কম ?
এখন আমি ভোট দিতে যাই দাড়ি গোঁফ কেটে ।
এখন আমি বড় ওষুধ খাইনা শিলে বেঁটে ।
এখন আমি দেখলে নারী একটু প্রেমে পরি ।
বুকের মাঝে তুফান ওঠে বলতে তবু ডরি ।
ছোট যখন ছিলাম আমি ছিল অনেক আশা ।
ছোট বেলার স্বপ্ন আজও মনে ভাসা ভাসা ।
মা আমাকে বলত তুমি হবে যখন বড় ,
আশা তোমার পূরণ হবে দুঃখ কেন কর !
এখন আমি ছেলে পড়াই রকে আড্ডামারি ।
এখন আমি একাই যাই ধরে ট্রেনের গাড়ী ।
এখন আমি ঝড় বাদলে হই না জড় সর ।
মাগো আমায় দাওনা বলে কবে হব বড় ?
আমার ছোট্ট আশা গুলো মরতে বসেছে ।
আমার অবুঝ মনটাকে কে যে বেধেছে !
এখন আমি শুধুই ভাবি বসে নিজের ঘরে।
বড় আমি হব কি আর বুড়ো হলে পরে !