ভেবেছিলাম আমরা ভদ্রলোক !
কিন্তু ছাড়তে পারিনি আদিমতা ,
দুর্বল কায়া দেখলে জেগে ওঠে
এখনও হিংস্র মানবিকতা ।
তীর ধনুক , পাথর গিয়েছি ভুলে ।
এনেছি এখন অস্ত্র নতুন কিছু,
ভদ্রলোকের পাশে চলছে ছায়ার মত,
হিংস্রতা আর ছাড়ছে না তার পিছু ।
ভেবেছিলাম আমার ঘরে এসে
হাসবে তুমি সকাল, দুপুর ,সাঁঝে ।
ভাঙছে আমার যত্নে রাখা ভুল ।
তোমার বুকে কতই ব্যাথা বাজে ।
পৃথিবীটা গোল কবেই বলেছেন গ্যালিলিও ।
তবুও কেন চ্যাপ্টা চলছি ভেবে?
ভুলে গেছি সেই নিচু ক্লাসের পড়া,
ভাবিনি সে আবার দেখা দেবে ।
ভেবেছিলাম আমরা সভ্য লোক ।
কবেই ছেড়েছি অসভ্যতার জামা ।
কিন্তু আজও সভ্য হৃদয় মাঝে
বর্বরতা দিচ্ছে কেন হামা ?
ভেবেছিলাম উঠেছে জমিদারি !
আর উপেনের কাড়বে না কেউ ভিটে ।
কিন্তু আজও ডিক্রি হয় জারি ,
লোক ধরে না কলকাতার ই ফুটে ।
দেখছে শিশু লাঞ্ছিতা তার মাকে।
ঘরে আগুণ দিচ্ছে কিছু লোক ।
রঙের জন্য রক্ত লাগে আজও ,
হোক এমন পৃথিবী ধ্বংস হোক ।