সভ্যতার আড়ালে
কি
জানি
সে কবে
তুমি আমি
সবাই জানি
আমরা সবাই
বন্য প্রানি ছিলাম ।
সেদিন থেকে যখন
আগুন জ্বালতে শিখেছি
মানুষ তখন সভ্য হল ।
আজ আড়ালে আগুন জ্বালাই
লজ্জা ঢাকা দিতে পোশাক পরেছি ।
বন্য মানুষ ছিল যে আরও ভালো ।
বাইরে থেকে ঢেকেছি অনেক কিছুই
মনের মাঝে হিংসার আগুণ আছে জ্বালা ।
আসরের বিশেষ কবিদের থেকে অনুপ্রানিত হয়ে আজ কবিতার আসরে একটি কবিতা পোস্ট করেছি যেটা অবরোহী ও আরহির ন্যায় । স্বপন দার কাছে মন্তব্য পেয়ে এই কবিতা টি লিখেছি । বাংলা কবিতা ডট কমের কবি ও পাঠক দের কাছে এই কবিতা টি কেমন হল জানার জন্য ও কি ভাবে এই ধরনে কবিতা আরও ভালো লেখা যায় টা জানার জন্য এটি পোস্ট করলাম ।