স্মৃতি
অনেক কথার মাঝে
তোমার সাথে হয়নি কথা বলা ,
সকাল বিকাল চলছি পেটের টানে
তোমার সাথে হয়নি পথ চলা ।
মনে হচ্ছে কত বছর হল
তুমি আমি ঘুরেছি মাঠে ঘাটে ,
সেদিনের সেই কোয়াশা ভরা সকাল
আজকে যেন সূর্য্যি গেছে পাটে ।
পড়ছে মনে পুরানো সেই দিন
তোমার পাশে কাঠবিড়ালি টানছে গাছের পাতা,
আমার পাশে পালিশ করা জুতো
তোমার পাশে পড়ার বই খাতা ।
ঘাসের ওপর পাশাপাশি বসে
সন্ধ্যে বেলায় লাগছে জলো হাওয়া ,
অনেকক্ষণ নেইকো কথা কোনও
তোমায় আমায় শুধুই চোখ চাওয়া ।
মনে পড়ছে বৃষ্টি ভেজা সকাল
একলা থাকার অনেক গুলো রাত ,
মনে পড়ছে কতনা আড়াল খোঁজা
তোমার হাতে রাখতে আমার হাত ।।