হঠাৎ ঘুম আসেনি
কাল সারারাত ঘুম আসেনি... ।
সন্ধ্যায় অনেক মুখের কথা
আলোচনা হয়েছিল
মুখ শুধুমাত্র মুখ ।।
সব কথা মানুষের ভীড়ে বলা যায়নি ।
তোমার চোখ নাক, ভ্রু এবং ঠোঁট
প্রত্যেকটি অঙ্গ আমার অনুভবে আপন করেছি ।
সেই একান্ত গোপন অনুভুতির কথা
নিভৃত নির্জনতা ছাড়া
ভাবা সম্ভব কি ?
তোমায় ছেড়েছি অনেকদিন হল ।
কিন্তু তোমার মুখ আমাকে
আজও ছাড়েনি ।
মুখ শুধু মুখটাই ।।
অনেক মুখ আর মুখোশের ভীড়ে
বারে বারে মনে পড়ে সেই
শৃঙ্গারবিহীন মায়াময় মুখ,তবু ...
আজও ভয় হয় ।
সেই মুখ খুঁজে ফিরি ।
সেই আন্তরিকতা , ভয়, কিছুটা ভালবাসা
মাখানো হয়তো নিঃস্বার্থ নয় , কিন্তু
শিশুসুলভ মুখ ।
রাতের নির্জনতাও নিজেকে
খুঁজতে পারেনি ।
খুঁজে গেছে শুধু সেই মুখ ।।