সমাধি


পুরানো স্মৃতির পাতা উল্টাতে গিয়ে
হয়তো মনে পরে যাবে কোনও একদিন,
কিছু অগছালো কথা গোছানোর চেষ্টায় ,
হয়েছিল হয়তো কবিতা ।

হয়তো জানবেনা কেউ আর ;
শুধু যারা একাত্ম আমার,
তাদের আত্মার মাঝে হবে সমাধিস্ত
সেই কিছু অগছালো কথা -হয়তো কবিতা ।

হয়তো এমন হবে , কোনও পাতা
সংসারের নিত্য প্রয়োজনে
লেগে যাবে মুদিখানার কষতে হিসাব ।
সংসার ছন্দে যা  হবে লেখা
সেটাও হয়তো কবিতা ।

হয়তো বা  উঠে যাবে কালয়ারের পাল্লায়,
অনেক আবর্জনার সাথে,
চলে যাবে দোকানির হাতে ।
দু টাকার আচারের সাথে
চেটে পুঁটে  আমার কবিতা,
সাঁটা হবে ল্যাম্প পোস্টের গায়।

              
    অনন্ত গোস্বামী