খেলাঘর
তোমার খেলা বিশ্বমাঝে
তোমার খেলা সকাল সাঁঝে
তোমার খেলা খেলছ প্রভু
তুমি আপন মনে ।
তোমার খেলায় সূর্য ওঠে
গ্রহ-রা সব ছোটে
তোমার খেলায় রং-বেরঙের
কতই না ফুল ফোটে ।
তোমার খেলায় বাতাস বয়
তারা রা সব জ্বলে
তোমার খেলায় প্রাণীরা সব
তোমার মতেই চলে।
তোমার খেলায় বৃষ্টি পড়ে
নদীতে আসে বান
তোমার খেলায় ভুবন জুড়ে
পাখির কলতান ।
তোমার খেলায় উল্কা পড়ে
বাজ বিজুলী ডাকে
তোমার খেলায় আকাশে তে
রামধনু কে আঁকে ।
তোমার খেলায় পাহাড় নদী
অসংখ্য গাছ পালা
তোমার খেলাঘরে কোথাও
নেইকো দেওয়া তালা ।
তোমার খেলনা সাজিয়ে নিয়ে
খেলছ আপন মনে
তোমার খেলার শেষটি কবে
কেউ কি তা জানে ।