ক্থা রাখা


কথা রাখার অনেক কথা
বললে অবহেলে।
কথা রাখার পরেও চোখ
ভরল কেন জলে ।
বুঝতে পারি কথা রাখার
আসল মানে  কি ।
কথার কথা  নয়তো শুধু
মনের কথাটি ।