প্রেমের তরে বেড়াই ঘুরে
অভিক বাবু কতবার-ই
পড়লেন যে প্রেমে,
শীতকালে তে গেঞ্জি গায়ে
গেলেন নেয়ে ঘেমে ।
এই তো সেদিন অভিক বাবু
ধরতে গিয়ে বাস,
হঠাৎ দেখি নেমে গেলেন
তাকিয়ে চারিপাশ ।
সুন্দরী এক বাসস্ট্যান্ডে
দাঁড়িয়ে ছিল দূরে,
আঁচলখানি হাওয়ায় তার
যাচ্ছে কেবল উড়ে ।
ধীরে তার পাশে গিয়ে
আঁচলখানি ধরে ,
বললে তিনি হাওয়ার মতই
নিন না আপন করে ।
সুন্দরী সে বললে হেসে
এইবেলা দিন হাওয়া,
জানেন না তো কি যে কঠিন
জেলের ভাত খাওয়া ।
কতই গল্প বইয়ে পড়ি
কতই দেখি পর্দায় ।
তন্বী রা সব দেখলে ছেলে
নিজেই প্রেমে পড়তে চায় ।
মোটা , কালো, ফর্সা রোগা
কিম্বা বেঁটে লম্বা ,
কোনও কিছুই আটকায়না
আমি কিসে কম বা ।
অভিক বাবু এসব কথা
ভাবেন মনে মনে,
সুন্দরী সে নিউটাউনে
গেছেন ততক্ষনে ,
সিনেমা তে যখন তখন
সবাই পড়ে প্রেমে ,
অভিক বাবু আটকে গেলেন
বাস্তবেরই ফ্রেমে ।
অনন্ত গোস্বামী