তোমার আসায় নতুন আশায়
মাগো তুমি এমনি করেই
বছর বছর আসো,
এত লোকের দুঃখ দেখেও
কেমণ করে হাসো ?
লক্ষ্মী দেবী তোমার সাথে
প্রতি বছর আসছে,
ধনীরা সব হচ্ছে ধনী
গরীব একই থাকছে ।
সরস্বতী কে বল মাগো
একটু নজর দিক,
গান বাজনার সাথে করুক
শিক্ষার মাণ ঠিক ।
গণেশ কেবল লাড্ডু খেয়ে
বাড়াচ্ছে তার ভুঁড়ি ,
সরকারি আমলা ঘুষ খাচ্ছে
মন্ত্রী করছে চুরি ।
কেতো আর করবে কি
সঙ্গী করেছে বাইক
ময়ূর ছেড়ে ধনুক ছেড়ে
ফেশবুকে দিচ্ছে লাইক ।
অসুর শুধু শক্তি তে নয়
বুদ্ধি দিয়ে ও লড়ছে,
নতুন নতুন ফন্দি করে
কতই মানুষ মারছে ।
এরম করে আর চলেনা
নতুন কিছু কর,
মেশিনগান ধর মাগো
ত্রিশুল এবার ছাড়ো ।
লক্ষ্মী কে বল মাগো
সবাই তার সন্তান,
একটি ছেলে পোলাও খাচ্ছে
একটি খাচ্ছে ভাত ও ফ্যান ।
সরস্বতী বই ছেড়ে মা
ল্যাপটপ টা ধর,
সাদা হাঁসে চরাচরে
চড়া কষ্ট বড় ।
গণেশ কে বল জিমে গিয়ে
কমাক নিজের ভুঁড়ি
নইলে কলাবৌটাও থাকবেনা মা
ডিভোর্স দেবে বুড়ি ।
কার্ত্তিক টা মডার্ন তবু
গোঁফ টা যেন কামায় ।
নতুন কোনও টিপস চাইতে
ডাকে যেন আমায় ।
এই নিবেদন তোমায় মাগো
দেখো আমার প্রতি,
ক্রোড় যদি না পারো মা
করো লক্ষ পতি ।
অনন্ত গোস্বামী