জিজ্ঞাসা
সমুদ্রের প্রত্যেক তরঙ্গ যেমন
নতুন ভাবে নদীর কুলে ধরা দেয়,
সেই রকম তুমি প্রতিবার আমার কাছে
নতুন রূপে আমার কাছে ধরা দিচ্ছ ।
রাতের অন্ধকার মুছে সূর্য যেমন
প্রতি ভোরে সাত রাঙের বাহার এনে দেয়
সেই রকম তুমি প্রতিদিন আমায়
হরেক রঙের স্বপ্প দেখতে শিখিয়েছ ।
ঘাস কে যেমন মাড়িয়ে গেলেও
সে দেয় তার কমনীয় স্পর্শ
সে রকম তুমিও আমাকে তোমার
কোমল স্পর্শে ভরিয়ে দিয়েছ ।
যেমন ফুল তার সুবাস সকলের
কাছে পৌঁছে দেয় নিঃস্বার্থ ভাবে
তমিও তেমন তোমার অনেকটাই
সঁপেছ আমাকে ।
যেমন করে প্রজাপতি ফুলের কাছে
তার ডানা মেলে দেয় ।
তেমন করে তুমি নিজেকে
মেলে ধরেছ আমার কাছে ।
যেমন করে নদীর কূল ফিরিয়ে দেয়
প্রত্যেক তরঙ্গকে ।
তবে কি আমি এমন কোন
নদীর কূল হব ?
যেমন করে ভ্রমর ফুলের মধু খেয়ে
উড়ে যায় অন্য ফুলে ,
তবে কি আমি সেই স্বার্থপর
ভ্রমর হব ?