সেই কবে তোমায় কথা দিয়েছি ময়ূরাক্ষী ,
তোমার জন্য এক আকাশ কবিতা লিখবো ।
তার পর কত বার বোগানভেলিয়ার ফুল হয়ে ঝরে
গেছে ।
কত দিন চাঁদ টা জানান দিয়ে গেছে
তোমার খোলা পিঠের কথা ।
তোমার হাসির মতো ভুট্টার খই ফুটে উঠতে
দেখেছি সেও কম বার নয় ।
সেদিন সবে বৃষ্টি নেমেছে , শালুক পাতায়
টলমল করছে কয়েক টা ফোঁটা তোমার মেদুর
নাভির মত।
তোমার উড়ন্ত চুলের মত শিমুল তুলো গুলো
ছুঁয়ে যাচ্ছে আমার মুখ ।
সারাক্ষন আমায় ঘিরে আছো, আমার ভাবনায় ,
তবু …।
তোমার কানের দুলের মতো পেন্ডুলাম টা দোলে ,
কখন চোখের সামনে নেমে আসে রাত পরিদের দল ।
তার পর তোমার খিল আঁটা ঠোঁট বেয়ে নোনতা জলের
ফোঁটা নেমে আসে ।
পাখিদের ঘুম ভেঙ্গে যায় ।
তবু একটাও কবিতা লেখা হয়নি ।