তুমি আমার রাত জাগা ময়ূরাক্ষী,
তুমি আমার ছোট্ট পাহাড়ি ঝোরা।
তোমার হাসিতে না বলা গল্প যত
ঠোঁটের মলাট সরিয়ে হয়নি পড়া।
তোমার আঁখিতে প্রেম দেয় হাতছানি,
তোমার চুলে জমে আছে অভিমান।
তুমি এখন লাভার ওপর থাকো
আমার তবুও তোমার প্রতি টান।
গভীর রাতে ভাবনারা খুঁজে ফেরে
তোমার নাভিতে শিশিরের মত ঘাম।
আমার কবিতায় শুধু তুমি ময়ূরাক্ষী,
অন্য কাব্যে তোমার অন্য নাম।
তোমার ঠিকানা আমার অজানা নয়
আমার ঠিকানা তুমিও ভালোই জানো।
তবুও পথ পথভোলা হয়ে থাকে,
দায় হয় কবিতার পাতা সামলানো।