রাত হয়ে এল ময়ূরাক্ষী,
অনেক গভীর রাত।
শেষ ট্রেন চলে গেলে কোলাহল শূন্য প্ল্যাটফর্মের মত
শান্ত হয়েছে চাঁদ, তোমার প্রতীক্ষায়।
নাম না জানা গাছেদের ভিড়ে জমাট অন্ধকারে
ভালোবাসা মিট মিট করে তারা দের গায়।
শূন্যতা শুধু শূন্যতা ঘিরেছে আমায় নিবিড় গিরিখাতের মত।
তোমার শ্যামলা হাত মিশে গেছে কালো রাতে।
তোমার অস্পষ্ট মুখে স্মিত হয়ে আসে তোমার হাসি,
আমার না বলা কবিতার লাইন টলমল করে তোমার মেদুর নাভিতে।
কোন সুখ টেনে নিয়ে গেছে তোমায় জলন্ত লাভায়!
কোন মহুয়ার গন্ধে তুমি মাতোয়ারা।
আমি তো বসেই ছিলাম সমুদ্রের কিনারায়
তবু পথ হারিয়েছে ধ্রুবতারা।