হয়তো তোমায় নিয়ে লিখে যাবো প্রেমের কবিতা ।
লিখে যাবো নদী আর নুড়ি পাথরের গল্প ।
যে নদী টা ভুল পথে বয়েছিল, যে নুড়িটা নদীর সাথে
মেশেনি কখনো ।
হয়তো তোমায় আর শোনানো হবে না সেই ছেঁড়া
পাতা থেকে নেওয়া দুঃখের উপন্যাস ।
অভাবের এই দিনে অপচয়ের সময় কোথায় তোমার ?
সেই কবিতা, সেই ভিজে যাওয়া নোনা পাতা গুলো
কখনো কোন ডাক হরকরা তুলে দেবে না তোমার হাতে,
তবু লিখে যাবো ।
হয়তো কোনদিন আমার কবিতা কোন উদাত্ত কণ্ঠ
দিয়ে যাবে প্রান , ছত্রে ছত্রে ব্যথা গুলো ছুঁয়ে যাবে
তোমার হৃদয়।
তাকে ভালোবেসো ।
আমি তখনও লিখে যাব একটা পাথর আরও একটা নদীর গল্প ।