নদীতীরে একা ;
এলোচুল ঢাকছিল মুখ,
নদীই ছিল সখা।
নদীতীরে একা ;
জ্যোৎস্না ভরা রাত্রি ছিল,
ভ্রূর ধনু বাঁকা।
নদীতীরে একা ;
হৃদয় জুড়ে আঁধার ছিল,
ঠোঁটে হাসির রেখা।
নদীতীরে একা ;
অভিমানের কাব্য ভাসে,
মনকে বেঁধে রাখা।
নদীতীরে একা ;
অশ্রু নদী এক হয়ে যায়,
ঠোঁটে হাসির রেখা।
নদীতীরে একা ;
পায়ের তলায় নরম পলি,
দন্দ্বে হাতের শাঁখা।