পাতার ফাঁকে গোধূলি বেলায় আলো আঁধারের খেলার মত
মাঝে মাঝে কোথায় যেন হারিয়ে যাও তুমি!
মুহূর্তেই অচেনা হয় সবই । একটু আগের ভীষণ চেনা ছবি
পরিযায়ী পাখিদের মত যাও উড়ে , নীড়ে ফেরার কোনই
তাড়া নেই, তখন তোমায় দূরের আকাশ ডাকে।
তোমায় খুঁজি পুরনো কবিতায়, পুরনো গন্ধে ছেঁড়া পাতায় পাতায়।
তেপান্তরের মাঠে এপার থেকে হাঁক যদি দিই আমি,
ওপার থেকে শুনতে কি পাও?
চাঁদ উঠেছে নদীর জলে ছায়া, নিমের ফাঁকে রুপলি রুপের মায়া।
কতই সহজ নিরুদ্দেশে যাওয়া, তোমার খবর বাতাস বয়ে আনে।
আমার ঠিকানা , কে তার খোঁজ রাখে।
ঝঞ্ঝা বাতাস মেঘের দেশে, তোমার খবর বেড়ায় ভেসে ভেসে।
এমন ভাগ্য আমার তো নয় জানি সেই যে হাওয়া তোমার
কাছে করবে হাজির আমায়।
নিরুদ্দেশে আমিও যাবে চলে, পথ হারিয়ে হয়তো মনের ভুলে।