মায়ের এখন হরেক সাজ মন ওঠেনা শোলা্য়
দোলায় করে এলেন এবার যাবেন চড়ে ওলায়।
এবার আর যাবেন না তো লাগিয়ে হাওয়া পালে,
বাড়তি কদিন শহর ঘুরে যাবেন কারনিভালে।
সেই মতনই হোয়াটস অ্যাপে খবর গেলো কৈলাসে,
বাবার আবার ওসব খেলে বড্ড বেশি ঘুম আসে।
নীলকণ্ঠ পাওয়াই ভার তাই করেছেন ঠিক,
হোয়াটস অ্যাপে কনফার্ম হবে পেলেই নীল টিক।
কিন্তু বাবা গাঁজার নেশায় দেখতে গেছেন ভুলে।
নীল টিক তাই উমা আমার পেলেন না ফোন খুলে।
মা ভাবলেন যাগ গে যাগ থাকুক নেশার ঘোরে,
এই ফাঁকে তে ব্যাংকক টা নাহয় আসি ঘুরে।
দিন পনেরো কেটে গেছে কাটল নেশার ঘোর,
নন্দী কে খুব রেগে বলেন মা কোথায় রে তোর?
নন্দী বলে নীলকণ্ঠও পাঠান নি তো মাতা।
তখন বাবার পরেছে মনে হোয়াটস অ্যাপের কথা।
যাহোক তবু ব্যাংকক টা তাড়াহুড়োয় ঘুরে।
হোয়াটস অ্যাপে বাবার ডাকে মা ফিরলেন ঘরে।
বাবা মায়ের ঝগড়াতে কোপটা মোদের ঘাড়ে,
সামনে বছর মা আসবেন পঁয়ত্রিশ টি দিন পরে।