সিরিয়ার শরণার্থী শিবির থেকে
হাজার হাজার মাইল দূরে আছি আমি ।
বেশ কিছু দূরে আছি আমলাশোল থেকে ।
কিন্তু যেখানে আছি মনে হয় মানুষের
থেকে অনেক দূরে ।
যারা আমার পাশে ঘোরে যাদের দুটো হাত,
দুটো পা, দুটো চোখ তারাও কি মানুষ ।
চারিদিকে অর্থ আর ক্ষমতার হুংকার
বাঘের গর্জন কেও ম্লান কারে দেয় ।
মহানুভব সেই মানুষ যিনি বলেছেন –
পৃথিবী জুড়ে আছে এক জাতি ।
আমি তো রক্ত মাংসে গড়া তাই দেখি একটি নয়,
দুটি জাতি ধনী ও গরীব ।
আইনের বেড়া-র ধার ঘেঁষে এখনও
অনেকে নিপুন ভাবে পিষে দিতে চায়- যার
দুটো হাত,দুটো পা, দুটো চোখের সাথে
আছে একটি ক্ষুধার্ত উদর ।
সব আছে বিশাল বিশাল দু হাজার বা
আরও বেশি বর্গফুটের ফ্ল্যাট, বিলাস বহুল গাড়ি,
দামি পোশাক আরও কতকিছু যা না থাকলেও চলত ।
তবু আছে বড় , বড় ।
কিন্তু যেটার একান্ত দরকার ছিল সেটা একটা বড় মন ।
মন তাদের আছে তবে, খুব ছোট , আরও ছোট, অতি সুক্ষ
নিউট্রিনোর মত একটি বিন্দু যার অবস্থিতি আছে কিন্তু
আয়তন নেই ।