তোমার কাছে নালিশ আছে।
আমার কথা সোজা সাপটা,
নেতার কথায় পালিশ আছে।
এইতো সেদিন তোমার পূজায়
কত শত দুধের ঘড়া
উল্টে গেল তোমার মাথায়।
এমন ঘোর কলির যুগে!
রোজ দুপুরে করছ আহার
ভীষণ সুখে ছাপ্পান ভোগে।
চোখ মেলে কি দেখতে পেলে?
তিনটে শিশু অনাহারে
পড়ল ঢলে মায়ের কোলে।
নজর তোমার বিশ্ব জুড়ে।
গুদাম ভরা পচছে শস্য
মানুষ ঘুরছে ভিক্ষা করে।
বলব কাকে তোমায় ছাড়া?
চুপ থাকলে লাড্ডু পাব
মুখ খুললে ঝুলবে খাঁড়া।