উড়ালপুলের দোষ টা কোথায়
মানুষগুলোই বজ্জাত।
মৃত্যুর যোগ নিয়ে কেন
উড়ালপুলে যাতায়াত।
সকাল হলে দেখতে হবে
সবার আগে রাশিফলে,
হার্ট অ্যাটাকে মৃত্যু নাকি
মৃত্যু হবে উড়ালপুলে।
সেই মতন এগিয়ে চলো
নজর দাও দেশের প্রতি।
একটা পুল ভাঙলে তাতে
দেশের বল কত ক্ষতি!
অন্য দিকে যদি ভাবো
মরছে কত রোগে ভুগে।
তার চেয়ে নয় মরল কিছু
উড়ালপুলের মৃত্যু যোগে।
টিপস একটা আমার আছে
চুপি চুপি বলছি শোন।
যতই হোক আসান পথ
উড়ালপুলে যেওনা যেন।
সোজা রাস্তায় দুঃখ বেশি
নয়কো সে পথ বেস্টো।
শোননি কি কেউ পায়না
কষ্ট না করে কেষ্ট।