মনে মোর মেঘ জমে ঝরছে না বৃষ্টি।
চেয়ে থাকি আকাশে ভিজে ভিজে বাতাসে,
বাইরে অঝোর ধারা ভিজে যায় দৃষ্টি।
ঝম ঝম টুপ টাপ বৃষ্টির নুপুর।
আলুথালু এলোচুল ভিজে ভিজে ঠোঁট,
পাশে নিয়ে কেটে যাক সারাটা দুপুর।
ভিজি গিয়ে দুজনায় থই থই জলে।
হাঁসেদের মত চড়ি ভরা খালে বিলে।
প্রেমহীন রোদ্দুর দুষ্টুমি ভরপুর।
থেমে গেল বৃষ্টি,মেঘ গেল বহুদূর।
এক পায়ে মাছ খোঁজে দুধ সাদা বক
ভিজে কাক গাছে বসে কাঁপে ঠক ঠক।
আমিও ফিরাই চোখ থই থই জলে।
বর্ষায় যে প্রেম ছিল রোদে গেল জ্বলে।