ময়ূরাক্ষী
তোমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া টুকরো টুকরো
কিছু কথা আর তোমার দেওয়া কিছু ছবি
আরও একটা কবিতার জণ্ম দিলো।
তুমি ভালো আছো তো ময়ূরাক্ষী?
আজ থেকে অনেক দিন পর আমার থেকে দূরে
সরতে সরতে যখন তুমি আর আমায় দেখতে পাবেনা
ফেলে আসা পথের বাঁকের মত। আমার কবিতার বই, বই পাড়া তন্ন তন্ন
করে খুঁজলেও, খুঁজে পাবেনা যখন; তখন আমি জানিনা কোথায় থাকব!
যদি কবিতা লিখি, তোমায় নিয়ে আর একটি কবিতা লিখব মুয়রাক্ষী।
আমি কোন কেউকেটা হবনা, আমার সাক্ষাৎকার ভেসে উঠবেনা টিভি র পর্দায়।
আমার ডায়েরীর পাতায় থেকে যাবে তুমি। আমি তো ডিজিটাল,
ডিলিট হয়ে যাব কোনদিন। তুমি ভালো থেকো ময়ূরাক্ষী।
তুমি তো ঠিকানা রাখনি আমার, খুঁজবে না জানি কোনদিন,
তবু শেষ কবিতার লাইনে তোমাকেই লিখে যাব,
লিখে যাব তবু ...ভালো আছো ময়ূরাক্ষী?