এক লক্ষণ রেখার মধ্যে
রয়ে গেছি এতটা জীবন ।
ভিতর থেকে মায়াবী হরিণ দেখেছি ,
আর সেই দস্যুর ভয় পেয়েছি ।
এর বাইরে নয় .. এর বাইরে নয় ।
৩৩ বছর অজ্ঞাতবাসে আছি ।
কে জানে আর কত দিন !
গল্পের মত জীবন হয়না,
কবিতার ছন্দ জীবনে হোঁচট
খেতে খেতে কখন হারিয়ে যায় ।
মরীচিকা হাতছানি দেয় ।
কত ভাল হত মনটাকে যদি
ঘুমপাড়ানি গান শুনিয়ে
ঘুম পাড়ানো যেত ।
বড় অদ্ভুত.. মাঝে মাঝেই
আমাকে পীড়া দেয় যা কিছু
আমার নয়, হবেও না কোনও দিন..
সেই মায়াবী হরিণ ।
এক ধারালো শর চাই যে
জীবনের জটিলতা ছিন্ন করবে ।
তারপর আর কোনও দিন
চোখের সামনে থাকবে না মায়াবী হরিণ