ভাগাড়ের মাংস খেয়ে এখন গেছে সয়ে।
এবার নাহয় জেনেই খাবো,
কুকুর, বিড়াল, ছুঁচোও পাব
রেস্টুরেন্ট এ কেন খাব
সারমেয়র চারটে পিস ছ'শ টাকা দিয়ে।
চোখের সামনে ঝুলবে কুকুর, কিম্বা ছুঁচো,বাঁদর।
ভিন্ন তার থাকবে রেট
চামড়া সহ কিম্বা নেট
পছন্দসই সাজবে প্লেট
তা দিয়েই নয় আয়েশ করে ভরাব নিজের উদর
বেসরকারি চাকরি করি মাইনে তো পাই ঢের
দুটো জিনিস খেতে বাকি
শক্ত আর গন্ধ নাকি
ওটাও নাহয় এবার চাখি
প্রসেস করে পারলে দিতে কেউ পাবেনা টের।